করোনা ভাইরাস মুহূর্তে চাল চুরির কবিতা
চাউল চুরি নিয়ে একটা কবিতা কেমন হলো সবাই বলবেন..
আমি নিলাম একশো বস্তা ,
পোয়া খানিক তর,
এত কেন প্যাচাল পারিস?
সামনে থাইক্যা সর।
সাধে কি আর মেম্বার হইছি,
লক্ষ টাকা খরচ,
কত্ত বড় সাহস ব্যাটার !
আমার চাউল ধরস?
খুব বেশি, বাড় বেড়েছিস,
দেখছি সাহস তোর,
কি বললি, হারামজাদা?
আমি চাউল চোর?
ভাবছোস বুঝি,মেম্বার হওয়া ,
ছেলের হাতের মোয়া?
তাইতো আমি, বেশিই নিলাম ,
তোর জন্যে পোয়া।
আমার হাতে বেড়ি দেওয়া ,
এতোই কি আর সস্তা?
পোয়া নিয়েই থাকবি খুশি ,
আমার একশো বস্তা ।
আমি নিলাম একশো বস্তা ,
পোয়া খানিক তর,
এত কেন প্যাচাল পারিস?
সামনে থাইক্যা সর।
সাধে কি আর মেম্বার হইছি,
লক্ষ টাকা খরচ,
কত্ত বড় সাহস ব্যাটার !
আমার চাউল ধরস?
খুব বেশি, বাড় বেড়েছিস,
দেখছি সাহস তোর,
কি বললি, হারামজাদা?
আমি চাউল চোর?
ভাবছোস বুঝি,মেম্বার হওয়া ,
ছেলের হাতের মোয়া?
তাইতো আমি, বেশিই নিলাম ,
তোর জন্যে পোয়া।
আমার হাতে বেড়ি দেওয়া ,
এতোই কি আর সস্তা?
পোয়া নিয়েই থাকবি খুশি ,
আমার একশো বস্তা ।
Comments
Post a Comment